পৃষ্ঠাসমূহ

সোমবার, অক্টোবর ৩০, ২০০৬

ইচ্ছে আগাছা

মনের বাগানে ইচ্ছে আগাছাগুলো বেড়ে চলেছে|
তাদের ফুলগুলো রঙ্গীন,
মধূময় গন্ধ;
তবু নীয়ম কেতাবে লেখা আছে ওগুলো আগাছা -
তাই ওদের প্রশ্রয় দেওয়া বারন|
মনের বাগানের আতিথী জেনো তাদের না দেখতে পায় -
মন বাগানের মালী তাই তাদের লুকিয়ে রাখে;
নীয়ম কেতাবে লেখা থাকলেও পারেনা তাদের নীর্মূল করতে|
তারা লুকিয়ে রয়েছে বড় গোলাপ ঝাড়ের ওপারে,
তারা ফূটে চলেছে আমবাগানের নিঝুম ছায়ায়;
গোলাপের চোখধাঁদানো রূপের ফাঁকেও তাদের ঊঁকি চোখে পড়ে,
আমের গন্ধ চিরে ভেসে আসে তাদের মিষ্টি গন্ধ|
নীয়ম কেতাবে ইচ্ছেগুলো আগাছা হয়েই রয়েছে -

কোন মন্তব্য নেই: