পৃষ্ঠাসমূহ

সোমবার, অক্টোবর ৩০, ২০০৬

গরল পাথর

পরশপাথর জানি যার ছোঁয়ায় কয়্লা হয় সোনার বরন,
সেই পাথরের নাম কি জানো জার পরশে পারিজাতেরো নিশ্চিত মরণ?

সে পাথর কি জার পরশে আতলান্তিক সাহারা মরূভূমি হয়-
যার ছোঁয়া হারকিউলিসের বুকে কালো আঁধার আতন্ক জাগায়?

মীরার প্রেমে শীতল নাগপাশ হয় মধূর পূষ্পমালা-
আর এর ছোঁয়ায় শিউলির মধূ হয় গোখরো বীষের জ্বালা|

তাকে আগূনে ফেলোনা আগূন খেয়ে জগত করবে অন্নবিহীন,
তাকে জলে ফেলোনা তৃষ্ণার্ত পৃথীবি হবে জন্মবিহীন|

পরশপাথর এসেছিল জাদুর ছোঁয়ায় তাকেও পাল্টে দিতে,
ভীষনভাবে হারতে চেয়েও এই লড়াই শেষে সেই গেলো কি জিতে?


কোন মন্তব্য নেই: