পৃষ্ঠাসমূহ

বুধবার, এপ্রিল ১৯, ২০০৬

হায়্!

পায়ে ধূলো
মন ভুলো
দিন গুলো
চলে যায় - হায়!

বসে একা
পাশ ফাঁকা
সময় চাকা
ঘুরে যায় - হায় !

চোখ বোজা
মনে খোঁজা
পথ সোজা
পাওয়া যায় না - হায়্!

দিন আনি
টানি ঘানি
কোথা রানী
পাওয়া যায় না - হায়্!

কাছে এসো
পাশে বস
ভালোবাসো
প্রান জুড়ায় - হায়!

মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০০৬

তোমার আশা

দেখলাম তো অনেক কিছুই,
চারটে পাঁচটা ছটা -
রঙিন আর সাদা কালো,
তবে মনের মতো কটা

স্বপ্নগুলো কয়েক গন্ডা,
আশাও কয়েক ছ্টাক-
এখন কিন্তু মনে হয়,
তোমার আশা স্বপ্ন হয়েই থাক

পাগল পাগল পাগল

শরতের বৃষ্টি, শীতের মিঠে রোদ ,
গৃষ্মের দূপুরের হাহাকার ,
ভালোবাসা -!

আগুনে তপ্ত হৃদয় , বৃষ্টিতে ভেজা মন্,
চিন্তার পাহারের তলায়্,
ভালবাসা - !

তুমি আছ ? বোধ হয় -
তোমায় হারাব? ভয় হয় -
তোমায় পাব ? আশা হয় -
পাগল পাগল পাগল