পৃষ্ঠাসমূহ

শনিবার, মার্চ ৩০, ২০১৩

তুই আর নেই


আমার চায়ের কাপে তুই আর নেই 
নেই তাই কাপ জোড়া সেই তুফান 
আছে ইচ্ছেমত পেয়ে যাওয়া 
কাপ-এর পর কাপ 
আছে বাকি সব 
এমনকি ভালবাসার মিষ্টতা, তবু -
নেই কাপ জোড়া সেই তুফান 

আমার আবীরের রঙ্গে তুই আর নেই 
নেই তাই আবীরের রঙ্গে হারানোর নেশা 
আছে নিয়ম মত দোল খেলা 
রং ছোড়াছুড়ি 
পিচকারী বেলুন 
এমনকি দুজোড়া পায়ের নেচে ওঠা, তবু - 
নেই আবীরের রঙ্গে হারানোর নেশা 

আমার মেঘের কালোতে তুই আর নেই 
নেই তাই গায়ে মাখা বৃষ্টির আদর 
আছে চেয়ে পাওয়া কালো আকাশ 
বেহিসেবি বর্ষা 
বিদ্যুত ঝিলিক 
এমনকি ভেজা পথে ভাগ করা ভেজা হাঁটা, তবু -
নেই গায়ে মাখা বৃষ্টির আদর