পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১২

আঁধার


কে বলে আঁধার শুন্য আর রাত কালো  
মহাশূন্য়েও প্রাণ আছে গতি আছে  
সেখানে বিদ্ধ্যন্ষী বিস্ফোরণ ছড়িয়ে দেয় সৃষ্টির আলো 
সকালের আব্হান হয় রাতের তারাদের নাচে... 

মঙ্গলবার, মে ২৯, ২০১২

হঠাত দেখি


আশা থেখে আক্ষেপ,
স্বপ্ন দেখা থেকে ভাঙ্গা স্বপ্ন 
কি হবে থেকে কি হতে পারত –
বসন্ত পেরিয়ে কখন যেন গ্রীষ্ম এসে গেছে 
দুপুর পেরিয়ে পড়ন্ত বেলায় 
গোধুলীর আগে খেয়া ধরার চেষ্টা 
আর ঝোলায় পোরা মনিহারীর টুং টাং আওয়াজে 
ঠোটের কোনে জাগা এক চিলতে হাসি 

সোমবার, ফেব্রুয়ারী ১৩, ২০১২

সপ্নে নয় - জেগে

স্বপ্নে আমি রোজ ছুটে যাই,
তোমার থেকে চুরিয়ে নিতে -
তোমারি এক ঝলক;
জমিয়ে রাখা সব সে ঝলক
দিতে পারি – যদি পাই,
ঝরা পাতার বনপথে,
নরম রোদের একটি সকাল -
জেগে তোমার সাথে ...