পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, মে ২৯, ২০১২

হঠাত দেখি


আশা থেখে আক্ষেপ,
স্বপ্ন দেখা থেকে ভাঙ্গা স্বপ্ন 
কি হবে থেকে কি হতে পারত –
বসন্ত পেরিয়ে কখন যেন গ্রীষ্ম এসে গেছে 
দুপুর পেরিয়ে পড়ন্ত বেলায় 
গোধুলীর আগে খেয়া ধরার চেষ্টা 
আর ঝোলায় পোরা মনিহারীর টুং টাং আওয়াজে 
ঠোটের কোনে জাগা এক চিলতে হাসি