পৃষ্ঠাসমূহ

শনিবার, জুন ১৫, ২০১৩

চলো আরেকটাবার

চলো আরেকটাবার চায়ের কাপে তুফান তুলি
কারণ ছাড়া তর্কে ভুলি জগতটাকে
বর্ষা বিকেল আর ভেজা সন্ধ্যে গায়ে মেখে
ভুতের রাজার জুতোয় চেপে দুনিয়া ভুলি 

টেলিস্কোপে ল্যাবের ফাঁকে টেনিস খেলা 
নন্দন আর গড়ের মাঠের বইয়ের মেলা 
কাঁচের বাটির জল তরঙ্গে ফিজিক্স খোঁজা
তেলেভাজায় – তেলের বাজার ভীসন সোজা 
নতুন আমেজ প্রিন্স হেনরির তামাক পাতায় 
পয়সা কড়ির চিন্তা সবই খেরোর খাতায়
ছাগল কিম্বা প্রেমিক পাগল সমান জলে 
মিছিল, ভাষণ, জীবনমুখী একই দলে 
অনিন্দিতা – নীলান্জানায় গরম বাজার 
দুনিয়াটাকে বদলে দেবার উপায় হাজার 
সদ্যজাত গায়ক - কবির নতুন ভাষা 
প্রতিবাদের শব্দকোষে মগজ ঠাসা 
আবছা হওয়া দিনগুলিকে জাগিয়ে তুলি 
চলো আরেকটাবার চায়ের কাপে তুফান তুলি 

শনিবার, মার্চ ৩০, ২০১৩

তুই আর নেই


আমার চায়ের কাপে তুই আর নেই 
নেই তাই কাপ জোড়া সেই তুফান 
আছে ইচ্ছেমত পেয়ে যাওয়া 
কাপ-এর পর কাপ 
আছে বাকি সব 
এমনকি ভালবাসার মিষ্টতা, তবু -
নেই কাপ জোড়া সেই তুফান 

আমার আবীরের রঙ্গে তুই আর নেই 
নেই তাই আবীরের রঙ্গে হারানোর নেশা 
আছে নিয়ম মত দোল খেলা 
রং ছোড়াছুড়ি 
পিচকারী বেলুন 
এমনকি দুজোড়া পায়ের নেচে ওঠা, তবু - 
নেই আবীরের রঙ্গে হারানোর নেশা 

আমার মেঘের কালোতে তুই আর নেই 
নেই তাই গায়ে মাখা বৃষ্টির আদর 
আছে চেয়ে পাওয়া কালো আকাশ 
বেহিসেবি বর্ষা 
বিদ্যুত ঝিলিক 
এমনকি ভেজা পথে ভাগ করা ভেজা হাঁটা, তবু -
নেই গায়ে মাখা বৃষ্টির আদর 

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১২

আঁধার


কে বলে আঁধার শুন্য আর রাত কালো  
মহাশূন্য়েও প্রাণ আছে গতি আছে  
সেখানে বিদ্ধ্যন্ষী বিস্ফোরণ ছড়িয়ে দেয় সৃষ্টির আলো 
সকালের আব্হান হয় রাতের তারাদের নাচে... 

মঙ্গলবার, মে ২৯, ২০১২

হঠাত দেখি


আশা থেখে আক্ষেপ,
স্বপ্ন দেখা থেকে ভাঙ্গা স্বপ্ন 
কি হবে থেকে কি হতে পারত –
বসন্ত পেরিয়ে কখন যেন গ্রীষ্ম এসে গেছে 
দুপুর পেরিয়ে পড়ন্ত বেলায় 
গোধুলীর আগে খেয়া ধরার চেষ্টা 
আর ঝোলায় পোরা মনিহারীর টুং টাং আওয়াজে 
ঠোটের কোনে জাগা এক চিলতে হাসি 

সোমবার, ফেব্রুয়ারী ১৩, ২০১২

সপ্নে নয় - জেগে

স্বপ্নে আমি রোজ ছুটে যাই,
তোমার থেকে চুরিয়ে নিতে -
তোমারি এক ঝলক;
জমিয়ে রাখা সব সে ঝলক
দিতে পারি – যদি পাই,
ঝরা পাতার বনপথে,
নরম রোদের একটি সকাল -
জেগে তোমার সাথে ...

মঙ্গলবার, নভেম্বর ০৮, ২০১১

সেই মাঠে

ঠিক ভুলের সীমানা ছাড়িয়ে
যেখানে স্বপ্ন আর সত্যি এক হয়ে যায়
সেই মাঠে দেখা তোমার সাথে

সেখানে পাশাপাশি ঘাসের গালচেতে
দুজনে শুনি নিস্তব্ধতা
চিনতা, ভাষা, সব্দ - সব সেথা অর্থহীন

জীবন্ত বুকের ওঠা নামা
দুটো হৃদয়ের যুগলবন্দির সাথে
অনন্ত ছোয়া অস্তিত্বের বয়ে যাওয়া

বুধবার, জুলাই ২৭, ২০১১

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো নাড়া দিচ্ছে

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো নাড়া দিচ্ছে
নীল আকাশে চোখ রেখে হারিয়ে যাবার ইচ্ছে,
তারার চাদর গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ার ইচ্ছে,
সূর্যাস্তের রং নিয়ে খানিক আবীর খেলার ইচ্ছে,
ইচ্ছে - ডানা মেলে ঐ খোলা আকাশে মিশে যাবার

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো টেনে নিচ্ছে
কারণ ছাড়া চোখের জলে ভেসে যাবার ইচ্ছে,
খেয়াল খুশির সবুজ খেয়ায় সময় পারের ইচ্ছে,
আবোল তাবোল রং তুলিতে সুর বসানোর ইচ্ছে,
ইচ্ছে - নিয়ম কানুন সেকল ভাঙ্গা ঝড় ওঠাবার

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো ডেকে ফিরছে
প্রেমের নেশায় এক লহমায় জীবন পাবার ইচ্ছে,
সখির সাথে হাসির আলোয় আঁধার ছেড়ার ইচ্ছে,
অসম্ভবের ঘাড় ধরে তায় পোষ মানাবার ইচ্ছে,
ইচ্ছে - ইচ্ছে খেতে সার ছড়িয়ে সবুজ করার

ইচ্ছে ইচ্ছে ইচ্ছে - ইচ্ছেগুলো শ্বাস নিচ্ছে


সোমবার, সেপ্টেম্বর ০৬, ২০১০

দয়া করনা লক্ষ্মীটি



তোমার আকাশের এক টুকরো নীল চেয়েছিলাম
রং নয়
তোমার নীল তোমারি সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম
যদি না দিতে পার
যদি মনে কর এ অনধিকার চাহিদা
ফাঁসি দিও, খুন কর
সুধু দয়া করনা লক্ষ্মীটি

তোমার কাছে তোমার গান চেয়েছিলাম
স্বরলিপি নয়
তোমার গান তোমারি সাথে গলা মিলিয়ে গাইতে চেয়েছিলাম
যদি না দিতে চাও
যদি মনে কর বে-আইনি এ আবদার
ফাঁসি দিও, খুন কর
সুধু দয়া কর না লক্ষ্মীটি

তোমার ছবির একমুঠ আলো চেয়েছিলাম
নিয়নের আলো নয়
তোমারি ছবির সূর্যের রঙ্গে আরেকটু লাল মেশাতে চেয়েছিলাম
যদি সম্ভব না হয়
যদি মনে কর আমি যোগ্য নয়
ফাঁসি দিও, খুন কর
কখনো দয়া করনা লক্ষ্মীটি

তোমার সাথে এক থালা চাঁদ ভাগ করে নিতে পারি?
দুজনের শ্বাস নেবার জন্য একটা ফুসফুস কম পরবে কি?
কোনদিন পাকা চুলে হাত বুলিয়ে ঘুম ভাঙিয়ে এক কাপ চা?
দুটো মাথার জন্য একটা বালিশ?
দুটো মনের একটা দানা?
দুটো সকালের একটা হাসি?
যদি অসম্ভব হয়, বলে দিও
সুধু দয়া করে, দয়া করনা লক্ষ্মীটি …

বুধবার, জুন ১৬, ২০১০

Oshtomir Omabosya

Dui prohorer akashe bhorer aalo
Moshaler bhire, saanjhbatir pidim
Megher pahare atke thaka bhokatta ghuri
Ar somoyer nagordolay bore – nouko – raja

Thakuradalaner purano alponay
Notun ronger prolep
Uttorer baranday boshey
Arekbar tasher ghor banabar chesta

Ami, tumi, se ar
Onek mukhosher ghire thaka jongol
Jukti, tokko, niyom ar
Baki sob bujhdar lokeder karsaaji

Jhor nei – bristio nei
Neiko bonya – khorao onichchuk
Haal chhara noukor hariye gechhe majhi
Porikkhar khataay bhora lal kali

Oi saankh bajlo -
Nijhumtolite aj oshtomir omabosya

মঙ্গলবার, সেপ্টেম্বর ০২, ২০০৮

Harangonjer Poran Majhi

Haranganjer nam sunechho?
Setha sobai aar sob kichhu hariye jay
Chhotto danpite cheleta baser jhare hariye jay
Damal kishorer bhokatta ghurita akasher nil-e hariye jay
Raat jaga taruner rongin swopno bhorer lalimay hariye jay
Ichhe, asha, bhalobasha aar chesta sekhaner chorabalite chapa pore

Nijhumtolir poran majhi
Bochhor khanek age Haranganjer rasta chhere
Pari diyechhilo megher chhaya
Ar jhore pora bristir pichhu niye

Bochhor khanek age
Ei Nijhumtolir pub parar kalodighir pare
Poran majhi ekchilte ghor gorte suru korechhilo
Ekta ekta kore eent, nam dewa, se jurechhe
Tar ghorer dorja ache, janla ache, nei sudhu kopat
Nijhumtolir gayer pothe tar swopno bichhiye bose thake
Onek asha’r pran jurano hawaw bose
Se bune chole bhobisstoter ramdhonu ronga chadorkhana

Tobu ekhono kono kono nistobdho rate
Kimba pranheen dupure
Ishan koner kalo ondhokar theke
Majhe majhei bhese ashe Harangonjer hahakar
Sei harangonjer ga sirsire ekakitwer
Ar dombondhokora hotashar alingon
Aajo take tariye niye beray
Poranmajhir prane ajo dor lage
Harangonjer sorbograsi setsete panker chorabalike

Tai se bole ekla noy
Ajaner dak para sokale
Kimba sondhyer sankher sathe
Chole esho Nijhumtalite
Onek asha, bhalobasha-r swopno pore ache er matite
Ar konodin keu jeno arekta haranganj na banay
Nijhumtalite jeno rudalir sur na baje
Jodi paro to ektibar poranmajhir buker koner kalitake dekho

শনিবার, আগস্ট ৩০, ২০০৮

Bondhu - tomay

Kuashar chadore mukh dhekechhi

Mone hochhe bondhu ami porda tenechhi

Obosh haat paye bhor kore

Mon chhutchhe pokhkhirajer khoje


Praner bondhu ki hariye jabe?

Gghorer dhulo jomei jabe?

Shukno golay atka dawla

Ekla payei egiye chola?


Paliye jabo onek dure,

Chena ramdhonuder deshe

Proshno dakat bondi sethay,

Dirghoswash niruddeshe


Hiseb khatar probesh nisedh

Du char gonda chowa pabo

Buker kata tulbe tumi

Porda tule gaan sonabo


Phuler renu makhiye gaye

Tukro tara joriye paye

Megh roddur daine baye

Rakhbo tomay poober naye



শুক্রবার, নভেম্বর ২৩, ২০০৭

তোমায় নিয়েই

তোমায় নিয়েই কাটিয়ে দিলেম আজ
আরেকটা সাঁঝবেলা
ইচ্ছেগুলো কুড়িয়ে নিয়ে গাঁথি
বিনি সূতোর মালা

তোমায় নিয়েই অবুঝ কালো রাতে
সাহস প্রদীপ জালি
তোমায় নিয়েই লালরঙা ঐ ভোরে
কান্না হলো কালি

তোমায় নিয়েই খাতায় আঁকিবুকি
শব্দ মিছিল শুরু
তোমায় নিয়েই আবার বাগান গড়ি
তবু বুকটা দুরুদুরু

Tomay Niyei

Tomay niyei katiye dilem aj

Arekta sanjh bela

Ichche gulo kuriye niye gathi

Bini sutor mala

Tomay niyei khatay akibuki

Shobdo michhil shuru

Tomay niyei abar bagan gori

Tobu bukta duruduru

Tomay niyei obujh kalo ratey

Sahosh prodeep jali

Tomay niyei lal ronga oi bhore

Kanna holo kali

সোমবার, অক্টোবর ৩০, ২০০৬

ইচ্ছে আগাছা

মনের বাগানে ইচ্ছে আগাছাগুলো বেড়ে চলেছে|
তাদের ফুলগুলো রঙ্গীন,
মধূময় গন্ধ;
তবু নীয়ম কেতাবে লেখা আছে ওগুলো আগাছা -
তাই ওদের প্রশ্রয় দেওয়া বারন|
মনের বাগানের আতিথী জেনো তাদের না দেখতে পায় -
মন বাগানের মালী তাই তাদের লুকিয়ে রাখে;
নীয়ম কেতাবে লেখা থাকলেও পারেনা তাদের নীর্মূল করতে|
তারা লুকিয়ে রয়েছে বড় গোলাপ ঝাড়ের ওপারে,
তারা ফূটে চলেছে আমবাগানের নিঝুম ছায়ায়;
গোলাপের চোখধাঁদানো রূপের ফাঁকেও তাদের ঊঁকি চোখে পড়ে,
আমের গন্ধ চিরে ভেসে আসে তাদের মিষ্টি গন্ধ|
নীয়ম কেতাবে ইচ্ছেগুলো আগাছা হয়েই রয়েছে -

গরল পাথর

পরশপাথর জানি যার ছোঁয়ায় কয়্লা হয় সোনার বরন,
সেই পাথরের নাম কি জানো জার পরশে পারিজাতেরো নিশ্চিত মরণ?

সে পাথর কি জার পরশে আতলান্তিক সাহারা মরূভূমি হয়-
যার ছোঁয়া হারকিউলিসের বুকে কালো আঁধার আতন্ক জাগায়?

মীরার প্রেমে শীতল নাগপাশ হয় মধূর পূষ্পমালা-
আর এর ছোঁয়ায় শিউলির মধূ হয় গোখরো বীষের জ্বালা|

তাকে আগূনে ফেলোনা আগূন খেয়ে জগত করবে অন্নবিহীন,
তাকে জলে ফেলোনা তৃষ্ণার্ত পৃথীবি হবে জন্মবিহীন|

পরশপাথর এসেছিল জাদুর ছোঁয়ায় তাকেও পাল্টে দিতে,
ভীষনভাবে হারতে চেয়েও এই লড়াই শেষে সেই গেলো কি জিতে?