পৃষ্ঠাসমূহ

শুক্রবার, সেপ্টেম্বর ০১, ২০০৬

চলে যাবো বলে তো আসিনি

চলে যাবো বলে তো আসিনি,
এসেছিলাম স্বপ্ন নদীর জলে
চাওয়া পাওয়ার রঙ্গ মিশিয়ে
ভবিষ্যতের ছবি আঁকতে -

চলে যাবো বলে তো আসিনি,
এসেছিলাম দুজনার মনের তারে
ঈমনের যুগলবন্দী তান তুলে
ভালবাসার গান বাঁধতে -

চলে যাবো বলে তো আসিনি,
এসেছিলাম তোমার নৈস্তব্ধতায়
আমার দম বন্ধ অন্ধকারের আলীঙ্গনে
মূক্তির পথ দেখতে

চলে যাবো বলে তো আসিনি,
এসেছিলামদুই থেমে থাকা জীবনের
একসাথে ডানা মেলে
আশা মেঘের দেশে উড়ে যেতে

চলে যাবো বলে তো আসিনি,
তবে কেন হঠাত পথের মোড়ে
চেনা পায়ের শব্দ
হারিয়ে গেলো আবার আসা একাকীত্যে?

কোন মন্তব্য নেই: