পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, অক্টোবর ০৩, ২০০৬

নীঝূমতলির গান

ঘুম পাহাড়ির পারে
খেয়ালি নদীর ধারে
নীঝূমতলি গাঁয়ে
ক্লান্তী ভরা পায়ে
ধোঁয়া জড়ানো সাঁঝে
ব্যাথার সঙ্খ বাজে
অধীর আকূল প্রান
পাগল করা টান
শূন্য বুকের মাঠ
শান্ত করা হাথ
য্খন বাঁধ মানে না মন
তখন পাবে আপনজন

কোন মন্তব্য নেই: