পৃষ্ঠাসমূহ

সোমবার, সেপ্টেম্বর ০৬, ২০১০

দয়া করনা লক্ষ্মীটি



তোমার আকাশের এক টুকরো নীল চেয়েছিলাম
রং নয়
তোমার নীল তোমারি সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম
যদি না দিতে পার
যদি মনে কর এ অনধিকার চাহিদা
ফাঁসি দিও, খুন কর
সুধু দয়া করনা লক্ষ্মীটি

তোমার কাছে তোমার গান চেয়েছিলাম
স্বরলিপি নয়
তোমার গান তোমারি সাথে গলা মিলিয়ে গাইতে চেয়েছিলাম
যদি না দিতে চাও
যদি মনে কর বে-আইনি এ আবদার
ফাঁসি দিও, খুন কর
সুধু দয়া কর না লক্ষ্মীটি

তোমার ছবির একমুঠ আলো চেয়েছিলাম
নিয়নের আলো নয়
তোমারি ছবির সূর্যের রঙ্গে আরেকটু লাল মেশাতে চেয়েছিলাম
যদি সম্ভব না হয়
যদি মনে কর আমি যোগ্য নয়
ফাঁসি দিও, খুন কর
কখনো দয়া করনা লক্ষ্মীটি

তোমার সাথে এক থালা চাঁদ ভাগ করে নিতে পারি?
দুজনের শ্বাস নেবার জন্য একটা ফুসফুস কম পরবে কি?
কোনদিন পাকা চুলে হাত বুলিয়ে ঘুম ভাঙিয়ে এক কাপ চা?
দুটো মাথার জন্য একটা বালিশ?
দুটো মনের একটা দানা?
দুটো সকালের একটা হাসি?
যদি অসম্ভব হয়, বলে দিও
সুধু দয়া করে, দয়া করনা লক্ষ্মীটি …

২টি মন্তব্য:

Minerva বলেছেন...

Beautiful...ei chawa na chawa gulor ki shokoler ek i hoye! othocho chawa jinish gulo na peye na chawa jinish guloi pawa jaye!

Indrajit বলেছেন...

ta ajkaal chawai to chhere diyechhi..