পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, মে ২৯, ২০১২

হঠাত দেখি


আশা থেখে আক্ষেপ,
স্বপ্ন দেখা থেকে ভাঙ্গা স্বপ্ন 
কি হবে থেকে কি হতে পারত –
বসন্ত পেরিয়ে কখন যেন গ্রীষ্ম এসে গেছে 
দুপুর পেরিয়ে পড়ন্ত বেলায় 
গোধুলীর আগে খেয়া ধরার চেষ্টা 
আর ঝোলায় পোরা মনিহারীর টুং টাং আওয়াজে 
ঠোটের কোনে জাগা এক চিলতে হাসি 

২টি মন্তব্য:

Indranee Batabyal বলেছেন...

Sundor kobita...glad to visit your blog!

Indrajit বলেছেন...

thanks ! happy to see someone liking my writing !