পৃষ্ঠাসমূহ

শুক্রবার, জুন ০৯, ২০০৬

স্বপ্ন নদী তিরে

স্বপ্ন নদী তিরে
নেড়া গাছ্তলার চায়াহীন তলে
ঝরাপাতার স্তুপের তলায়
সেঁদা গন্ধের ভেজা মাটির কোলে
বসে আছি - যদি আসে ফিরে

দিন্, হপ্তা, মাস্, বছর্, যায় যদি যাক
দশক শতাব্দীতে গড়ালে হব না অবাক
মুহূর্তের কবিতায় জীবনের সুর দিতে মগ্ন
স্ম্রীতির ঢেউ গুনে অপেক্ষা কবে আসে বৃষ্টির ডাক
বসে আছি - যদি আসে ফিরে

যদি পিছন ফিরে দেখে
যদি আসে ফিরে সেই পথের মোড়ে
যদি আবার হাথ বড়াতে ইচ্ছে করে
যদি সেই ভেজা সকাল মনে পড়ে
আমায় পাবে সেখানেই -

স্বপ্ন নদী তিরে
নেড়া গাছ্তলার চায়াহীন তলে
ঝরাপাতার স্তুপের তলায়
সেঁদা গন্ধের ভেজা মাটির কোলে
বসে আছি - যদি আসে ফিরে

কোন মন্তব্য নেই: