পৃষ্ঠাসমূহ

বুধবার, জুন ২৮, ২০০৬

চিন্তা কিসের


যখন চোখ চাইবে ভিজতে
চিন্তা কিসের মেঘ তো আছে,
ঝরতে দেবে, হালকা হবে,
ঊঠবে আবার ঝিলমিলিয়ে;

যখন মুখ চাইবে বলতে
চিন্তা কিসের মেঘ তো আছে,
শুনবে সে সব, কানটি পেতে,
বুঝবে কথা জমিয়ে রাখা;

যখন পা চাইবে ছুটতে,
চিন্তা কিসের মেঘ তো আছে,
ভাঙবে বাঁধন ছিঁড়বে বেড়া,
সঙ্গে কিম্বা একলা দিও পাড়ী

যখন হাত হতে চায় বাঁধনছাড়া,
চিন্তা কিসের মেঘ তো আছে,
টুটবে শেকল, নীয়ম কানূন,
করবে দু-হাত আপন খেয়াল

যখন প্রাণ চাইবে শান্তি -
চিন্তা কিসের মেঘ তো আছে,
ঊষ্ণ বুকে, নিঝূম কোলে
স্বপ্ন কুঁড়ি জন্ম নেবে;

যখন চাইবে তুমি দিতে -
থাকবে এ-মেঘ দুহাত পেতে,
অনেক বাসী, টাটকা নতুন -
সব স্বাদেরাই যায়্গা পাবে;

কোন মন্তব্য নেই: