পৃষ্ঠাসমূহ

সোমবার, জুন ১৯, ২০০৬

মন মানে না

মন মানে না -
পাগল মন নীল নদীতে ডূব;
একা ঘরে থাকে না,
পাগল মনের মেঘ তরীতে সূখ

মন খোঁজে তারে -
রাতে, দিনে, চিন্তা বনে, ঘরের কোনে খোঁজে -
হারায়ে পাবার আশায়,
শোনা কথায় চেনা ব্যাথায়্, অনুভব সহজে

মন মানে না-
মিষ্টি পাবার স্বপ্নে মশগুল;
মন ধেয়ে যায় -
একটা ডাকের জন্য সে ব্যাকুল

কোন মন্তব্য নেই: