পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, জুন ২০, ২০০৬

নীর্বাসন

শ্যাওলা ঘেরা আধ ভাঙ্গা সেই পুকুর পাড়ের ঘাট,
কৃষ্ণ্চূড়ার আবীর মাখা মখমলি সেই মাঠ,
কামরাঙ্গা আর বাবলা গাছের আঁধার ছাওয়া বন,
মায়ের কোলের চিন্তা ছাড়া রূপকথারি কোন,

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

তাল খেজূরের ঝাকড়া মাথার তলায় বাঁধা হাঁড়ি,
খেলার শেষে মাঠের পারে অচীন দেশের পাড়ি,
মেলায় পাওয়া তীর ধনুক আর ঝলমলে সেই টুপি,
দূপুর বেলায় রান্নাঘরে হামলা চুপি চুপি;

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

বর্ষা রাতে ব্যাঙের ডাক আর দিনের কাগজ খেয়া,
কুড়িয়ে পাওয়া কোঁচড় ভরা ফলের দেওয়া নেওয়া,
পড়তে বসে অঙ্ক সেখা, বাবার মিষ্টি শাষন,
মন খারাপে মায়ের বুকে জাপ্টে ধরা বাধন;

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

ঘুম ভাঙ্গানো মিষ্টি ডাক আর মাথায় শীতল হাথ,
ভীষন জ্বরে শীতল পটি আর খাইয়ে দেওয়া ভাত,
কাউকে পাওয়ার ঈচ্ছে নিয়ে সন্ধেটা নিঝ্ঝূম,
মিষ্টি হাঁসির স্বপ্নে ঘেরা একলা রাতের ঘূম;

নীর্বাসন, নেই তারা কেউ;
আজকে রাজার নীর্বাসন |

কোন মন্তব্য নেই: