পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, জুন ১৩, ২০০৬

ক্ষনিকের চাওয়া পাওয়া

ক্ষনিকের চাওয়া পাওয়া
ভিজে রাতের নিস্তব্ধ হারিয়ে যাওয়া;
বন্ধ চোখে লেগে থাকা অনুভূতি
দাবার ছকের সাজাতে থাকা ঘুটি;
অনেক দূরের কান্না ভেসে থাকা
না জানা ভয়ের বন্ধ থাকা ডাকা;
ভীশন জোরে জাপটে থাকা মন
অনেক চেনা হারানো আলীঙ্গন;
আমের পানা, তেস্টা আর জেগে ওঠা
ছড়িয়ে থাকা স্মৃতি আর এটা ওটা,
নূড়ির মাঝে মুক্ত খুঁজে পাওয়া
বন্ধ ঘরে হঠাত দমকা হাওয়া;
শূকনো মরূর হঠাত ফোটা ফুল
হঠাত বানে ছাপিয়ে যাওয়া কূল;
দিকশূন্য ভরসা আর অশ্বাস
স্বপ্নগুলোর জমাটি বিশ্বাস;
মৃত মনের মেঘ মল্লার গাওয়া
শূকনো বুকের ক্ষনিকের চাওয়া পাওয়া|

কোন মন্তব্য নেই: